বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ৩ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬


 ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় এক প্রাইভেট কার থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুল (২৩) নামের এই যুবককে পুলিশ আটক করে।

এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।

আজ বুধবার সকাল ১০টার দিকে ওসি আলী আহমেদ মাসুদ বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে ভুক্তভোগী ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগীকে পাওয়া গেলে তিনি মামলার বাদী হবেন। তা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রাইভেট কারটি পার্কিং করায় এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারে থাকা ব্যক্তির সঙ্গে চাঁদা আদায় করা ব্যক্তিকে তর্ক করতে দেখা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ