বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার আদলে এবার জেলা শহর ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ফেনীর মানুষ। সেখানে গণহত্যার বিচার দাবির পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের মিজান ময়দান থেকে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী’ প্ল্যাটফর্মের আয়োজনে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এতে সব দলমত ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

কর্মসূচিতে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, এতো গণহত্যার পরও জাতিসংঘ চুপ রয়েছে। 

ইসরায়েলের নেতানিয়াহুসহ তার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। আগামীর সকল আন্দোলন সংগ্রামে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, আওয়ামী লীগ আগে টুপি দাঁড়িওয়ালা দেখলেই অপমান করেছে। বহু আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছে। মক্তব, মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারাই ইসরায়েলের বংশধর। এদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। গাজা রক্ষার আগে মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আমাদের ঈমান ও আকিদার অভাব রয়েছে। ফিলিস্তিন রক্ষায় সকল মুসলমানদের একসঙ্গে থাকতে হবে।

ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস বিন নাজেম বলেন, মেরুদণ্ডহীন জাতিসংঘ আমরা চাই না। মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদন জাতিসংঘে অর্থ পাঠানো বন্ধ করা হোক। নেতানিয়াহুর ছবিতে নয়, বরং তাকে সরাসরি জুতা মারার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ