বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

‘মার্চ ফর গাজা’য় সন্তানকে সঙ্গে নিয়ে আসার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে আজ পালিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল নেমেছে। লাখো জনতা ঢাকার রাজপথে আজ ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাবে। ফিলিস্তিনের গাজার মজলুম মুসলিমদের প্রতি জানাবে সংহতি।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম নেপথ্য নায়ক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। তাঁর নির্দেশনাতেই আয়োজন হচ্ছে বিশাল এই কর্মসূচি। এবার তিনি প্রত্যেককে এই কর্মসূচিতে অংশ নেওয়া এবং নিজ সন্তানকে সঙ্গে আনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন- ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন সন্তানকে সাথে নিয়ে।’ এই জমায়েত নিয়ে এর আগে শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলন ঘটতে যাচ্ছে।

সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে তিনি সবাইকে আহ্বান করেন— মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন।

সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ