এম. মিজানুর রহমান
বান্দরবানের লামায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধ এবং জাতিসংঘের কঠোর হস্তে সহিংসতা দমন করার দাবিতে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সর্বস্তরের ছাত্র-জনতা ও ইসলামি আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করা করে।
এসময় মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লামা ওলামা ঐক্য পরিষদ সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শফিউল আজিম, মো. মারুফ, সায়েম আহমদ ও হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে মুসলিম বিশ্বকে এগিয়ে আসা উচিত এবং জাতিসংঘকে এই সহিংসতা কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানান তারা। ইসরাইলের পণ্য ক্রয়-বিক্রয় এবং ব্যবহারে বিরত থাকাই উত্তম প্রতিবাদ হবে বলেন তারা।
এছাড়া ফিলিস্তিনদের পক্ষে বর্বর হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেন। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বানও জানান তারা।
বক্তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে আলেম সমাজ, শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় মোনাজাত করেন মাওলানা হেলাল উদ্দিন।
এমএইচ/