নেত্রকোণা জেলা প্রতিনিধি:
ফিলিস্তিনে ইহুদী কর্তৃক মুসলমানদের উপর বোমা বর্ষণ ও হামলা এবং ভারতে হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদের উপর মসজিদে তারাবীহ চলাকালে অতর্কিত হামলা-আক্রমণ চালানোর প্রতিবাদে ও জাতিসংঘের নিকট বিচার দাবীতে রবিবার বাদ জোহর নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ-মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কেন্দুয়া খেলার মাঠ থেকে শুরু হয়ে সাউদপাড়া মোড় অতিক্রম করে উপজেলা কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতী শফীকুল ইসলাম রহমানীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্নসম্পাদক মাষ্টার সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মুফতী শফীকুর রহমান, মাওলানা আজহারুল ইসলাম গুলজারী, মুফতী রাইহান আমিন রাশেদী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ইজরাইল তথা ইহুদীবাদী চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে আক্রমণ করে ন্যাক্কার জনক কাজ ও সর্বোচ্চ কঠিণ অপরাধ করেছে। আমরা জাতীসংঘের কাছে বিচার দাবী করছি। আমরা নেতানিয়াহুর মৃত্যু দেখতে চাই। বক্তারা ইজরাঈলী পণ্য বয়কটের মাধ্যমে অর্থনৈতিক আঘাত করার আহ্বান জানান।
ভারত ইস্যুতে বক্তারা বলেন, ভা‘রতে হিন্দু কর্তৃক মুসলমানরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা বিশ্বাস করি অচিরেই ভারতকে মুসলমানরা শাসল করবে ইনশা আল্লাহ। হিন্দু কর্তৃক মুসলমানদের উপর চলতি আক্রমণকে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা ইন্ডিয়ান পণ্য বর্জনেরও আহ্বান জানান।
বক্তারা বলেন, সা‘মনে ঈদুল ফিতর। এসময়ে আমরা মুসলমানদের উপর আক্রমণকারীদের কোন পণ্য কিনব না। ওদেরকে আমরা অর্থনৈতিক আঘাত করেই ছাড়ব।
সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুল কাসেমের মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
হাআমা/