সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি::
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ফরিদপুর শহরের নবান্ন রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব, সদস্য রেজাউল ইসলাম, সাজ্জাদ হোসেন, আওয়ার ইসলাম এর জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন এর ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর এর সমন্বয়ক নাঈমুল ইসলাম, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর প্রচার সম্পাদক এসএম সাহান প্রমুখ।
সভায় মৌলভীবাজার, চাপাইনবাবগঞ্জ ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
ইফতারের পূর্বে ফিলিস্তিন, গাজাসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি ও হামলার শিকার সকল সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এমএইচ/