রবিবার, ১৬ মার্চ ২০২৫ ।। ২ চৈত্র ১৪৩১ ।। ১৬ রমজান ১৪৪৬

শিরোনাম :
ভারতে রমজানেও সংখ্যালঘু মুসলিম নির্যাতন, ১৫১ আলেমের উদ্বেগ ও ক্ষোভ পাকিস্তান বেফাক বোর্ডে বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য রোজাদারদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশের ইফতার বিতরণ হজ ওমরাকেন্দ্রিক জটিলতা নিরসন করতে হবে : হাব ওলামা সোসাইটি  ইফতাসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে মেরাজনগর মাদরাসা ‘জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হব’  ‘ঢাবিতে কার্ল মার্ক্স-লেলিন চর্চা হলে ইসলাম কেন চর্চা হতে পারবে না?’ এক বছরের মধ্যে সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭ ১৬ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম

বৃহত্তর মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর মোগলাবাজারের পাঁচটি ইউনিয়ন—জালালপুর, সিলাম, কুচাই, দাউদপুর ও মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে ‘যুব ঐক্য পরিষদ বৃহত্তর মোগলাবাজার’। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খী ও দাতাদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন, একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এরই অংশ হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রমজানের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতেই এ আয়োজন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্খীদের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। 

তারা আরও বলেন, সবসময় এভাবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটি জানায়, আগামী ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। আত্মপ্রকাশের পর সংগঠনের কাঠামোগত উন্নয়ন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং যুব সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ