ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
রবিবার (৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের কমেন্টবক্সে তিনি এই আহ্বান জানান।
আজহার তার পোস্টে লেখেন, 'বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?'
পোস্টের কমেন্টবক্সে তিনি আরও লেখেন, 'ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।'
তিনি আরও বলেন, 'যখন দেশের আইন ও বিচারব্যবস্থা অপরাধবান্ধব হয়ে ওঠে, তখনই লম্পটরা ধর্ষণের সাহস পায়। ক্ষমতার প্রভাব ও আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে।'
আজহারী আরও মন্তব্য করেন, 'যদি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে এ ধরনের অপরাধ বারবার ঘটবে। তাই নজিরবিহীন শাস্তি নিশ্চিত করাই এখন গণমানুষের প্রধান দাবি।'
প্রসঙ্গত, সম্প্রতি মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি তার দুলাভাই, বোনের শ্বশুর ও ভাশুরের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে আন্দোলন চলছে।
এনআরএন/