বহু প্রতীক্ষার পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো নেত্রকোনা জেলা ভিত্তিক ইসলামী বইমেলা ২০২৫। ইসলামি জ্ঞানচর্চার প্রসার এবং পাঠকদের মাঝে ইসলামি বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে প্রথমবারের মতো আয়োজিত এই মেলা এক আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়েছে। ইসলামী বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং তুল্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনার বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম, এন আকন্দ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন, জামিয়া নূরীয়া নেত্রকোনার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা সাদেক আহমাদ হারিস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জামিয়া হাসেমিয়া দারুল উলূম, নেত্রকোনার মুহতামিম মুফতি তাহের কাসেমি, জামিয়া হুসাইনিয়া মালনী নেত্রকোনার মাওলানা আব্দুল কাইয়ূম, পূর্ব মঈনপুর হাফিজিয়া মাদরাসা, নেত্রকোনার মুহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, নেত্রকোনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সাইফুল হাসান নোমান, সহকারী পুলিশ সুপার এম. শাহেদ আলী পাঠান ও বইমেলা বাস্তব কমিটির সদস্যগণ।
উদ্বোধনী বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সময়ে ইসলামি জ্ঞানের চর্চা বাড়ানোর জন্য বইমেলার এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ আকিদাভিত্তিক বইয়ের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং পাঠকদের বইপড়ার প্রতি উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। নেত্রকোনার পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে ইসলামি সাহিত্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বইমেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলো এই মেলায় অংশ নিয়েছে, যেখানে ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, আকিদা ও ফিকহের বইসহ নানান মূল্যবান সংগ্রহ পাওয়া যাচ্ছে। পাঠক এবং পাঠিকাগণ এখানে এসে একসাথে অনেক গুরুত্বপূর্ণ বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন, যা সাধারণত এক জায়গায় পাওয়া কঠিন হয়ে থাকে।
এছাড়া, মেলায় বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা, ইসলামি সাহিত্য নিয়ে মতবিনিময় এবং তরুণদের মাঝে বইপড়ার অভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অতিথিরা আশা প্রকাশ করেন, এই মেলা ইসলামী বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনাআরএন/