এইচ এম মাহমুদ হাসান
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সারারাত এই অভিযান পরিচালনা করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমে জানান , উত্তরা পশ্চিম থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চিহ্নিত পেশাদার সক্রিয় ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।
আরএইচ/