রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

রাখাল রাহা ও সোহেল হাসানের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি 

মহান আল্লাহর নামে কটূক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিবের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ফেব্রুয়ারি)  আসরের পরে শ্রীমঙ্গল থানা মসজিদের সম্মুখ থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া –এর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শ্রীমঙ্গল থানা মসজিদ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এসে শেষ হয়।

আনজুমানে তালামীযে ইসলামিয়া -এর উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেল আহমদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী এবং আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক ও দায়িত্বশীলরত ব্যক্তিরা  উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, রাখাল রাহা মহান আল্লাহর শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। তবে পরিস্থিতির চাপে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন, যা নিজেই স্বীকার করে আরেকটি পোস্ট দিয়েছে।  রাখাল রাহার এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাখাল রাহার আগে কথিত কবি সোহেল হাসান গালিবও  রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাপারে কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্য করেছেন বলে তারা জানান।

তারা আরও বলেন, এদেশে কোন নাস্তিকের ঠাঁই হবে না। বাক-স্বাধীনতার কথা বলে কেউ যদি ইসলামের অবমাননা করে তাহলে তৌহিদী জনতা তাদের হাত ও মুখের স্বাধীনতার ব্যবস্থা নেবে। আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে। এবং এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, পতিত স্বৈরাচারের প্রধানতম অস্ত্র ছিল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করা। এবং এর ছত্রছায়ায় নানান দুর্নীতি-অনিয়ম,  খুন-গুম ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। অভ্যুত্থান পরবর্তী এমন ধর্মীয় সর্বোচ্চ অনুভূতির জায়গায় আঘাতের মাধ্যম  সেই একই চক্রান্তের পূনরাবৃত্তি করতে চাচ্ছে ঘাপটি মেরে থাকা গালিব ও রাখাল সাহার মতো স্বৈরাচারের দোসররা। অবিলম্বে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করতে হবে।

এনআরএন/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ