সিলেট এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্র জমিয়ত।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে আহত এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে দেখতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি হাফিজ জামিল আহমদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি'র নেতৃত্বে একটি টিম উপস্থিত হন সিলেট উসমানী হাসপাতালে এবং আহত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখার সভাপতি এম সাইফুর রহমান সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, নির্বাহী সদস্য ফরিদ আহমদ ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল প্রমুখ।
এবং ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারিক কার্যক্রম চালুর দাবি জানান নগর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
এমএইচ/