নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে "সীরাতে মুসতাকীম ফাউন্ডেশন"এর উদ্যোগে বিশাল বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ ইসলামী সম্মেলনের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।
মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সম্মেলনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ তাকরির চট্টগ্রাম ফটিকছড়ির আল-জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান ভুজপুরি, বিশেষ বক্তা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোল্লা গোলাম কিবরিয়া আল-মাদানী, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী,খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণী, দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জামালুল হাসান জামিল।
প্রধান বক্তা আল্লামা মুফতি মাহমুদ হাসান বলেন, যাদের অন্তরে আল্লাহ তা'য়ালার প্রতি ঈমান আছে; তাদের অন্তর থেকে ঈমান আর ভালোবাসা এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। যদি কেউ বলে রসুলুল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু তার প্রতি ভালোবাসা নাই, এ দাবি সম্পূর্ণ মিথ্যা। ঈমান থাকবে আর ভালোবাসা থাকবে না এটি হতে পারে না।
হাআমা/