শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৮ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক রাখাল রাহা, সোহেল ও ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা রাসুলুল্লাহ ﷺ- এর অবমাননার প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিযোগিতা পুরস্কার  বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়নের জাঙ্গাইলস্থ সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৫, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ তালুকদার এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ শাহীন আলম ও প্রভাষক মাহমুদা রাজ লাকী’র যৌথ পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ ও সহকারী প্রধান শিক্ষক নূরুন নাহার আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রক্তান শিক্ষার্থী মেরিন ইঞ্জিনিয়ার মোঃ মাসুম পারভেজ। বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহজাহান আহমেদ জুয়েল প্রমুখ।

হাই স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শিশির কান্ত দেবনাথ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব খান ও পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী পূজা রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাইমুনা জান্নাত মাহিয়া ও শাহান উদ্দিন হাশমী। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফারহানা আক্তার ও জারিন তাবাসসুম জারা। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী হাবিবুর রহমান, রাকিব খান, ফারহানা আক্তার, আল-মামুন, মরিয়ম আক্তার রুহি, রবিউল হাসান সানী, সায়মা বেগম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার তুলে দিনে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। 

দ্বিতীয় পর্বে হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকেও ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ