রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২ ফাল্গুন ১৪৩১ ।। ১৭ শাবান ১৪৪৬

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত ক্যালিগ্রাফি শিল্পের প্রতি বাড়ছে তরুণ আলেমদের আগ্রহ নির্বাচনের আগে ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার চান বাংলাদেশ খেলাফত মজলিস আমীর যতদ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই: আলী রিয়াজ ‘আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না’ ‘সরকারের দ্বীতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়’ ধর্ম উপদেষ্টার নতুন বই ইসলামী বিধিবিধানের মোড়ক উন্মোচন বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম এখন ‘জাতীয় স্টেডিয়াম’ ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে: নিহত-১, আহত-৩৫  দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন 

অপারেশন ডেভিল হান্ট : নোয়াখালীতে ৬দিনে ৬৫জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নোয়াখালী প্রতিনিধি||

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছয় দিনে ৬৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২), ছাত্রলীগের কর্মি আব্দুর রহিম (২৪), হাতিয়া থানার আওয়ামী লীগের সদস্য মো. সোহেল (৩৫), হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫), বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪), কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলার যুবলীগের সদস্য ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫) ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন,অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, হাতিয়া থানা থেকে দুইজন, চাটখিল থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, কবিরহাট থানা থেকে একজন ও সেনবাগ থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ কাজ করছে। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ছয় দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ