মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জায়নবাদী প্রভাব রুখতে হবে: ইন্তিফাদা ফাউন্ডেশন ১৯ফেব্রুয়ারি খাগড়াছড়ির কেন্দ্রীয় ইসলামী মহা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১৪ ফেব্রুয়ারির অশ্লীলতা রোধে কচুয়ায় স্কুলে স্কুলে ক্যাম্পেইন বইমেলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে শিক্ষার্থীদের মারধর এবং উপদেষ্টা মাহফুজ আলমের উসকানিমূলক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে : সাধারণ আলেম সমাজ মৌলভীবাজারে ইমাদদুদীন অ্যাকাডেমির টেলেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত শাহপরানে ইনসান এইড’র বয়স্ক, বিধবা ওঅসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ রাষ্ট্র কাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া  শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা ছিদ্দিকুর রহমান শতাব্দি ভবকে গ্রেপ্তার ও উপদেষ্টা মাহফুজের বক্তব্য প্রত্যাহার করতে হবে- বাংলাদেশ খেলাফত যুব মজলিস 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদ্রাসা আগুনে পুড়ে ছাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
নুরুল কবির আরমান

নুরুল কবির আরমান,  খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ভবন ও এতিমখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মাদরাসা ও এতিমখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

মাদরাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, আসরের নামাজের সময়ে এতিমখানার শিক্ষার্থীরা মাদরাসার পাশেই একটি মসজিদে নামাজ পড়ছিলেন। মাদরাসার থাকার কক্ষ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়ে এতিমখানার সব আসবাবপত্র পুড়ে গেছে।মাদরাসার আসবাবপত্র এবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ইতোমধ্যে মাদরাসার শিক্ষার্থীদের অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের কিছু জামা কাপড় কিনে দেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ