নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ভবন ও এতিমখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মাদরাসা ও এতিমখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
মাদরাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, আসরের নামাজের সময়ে এতিমখানার শিক্ষার্থীরা মাদরাসার পাশেই একটি মসজিদে নামাজ পড়ছিলেন। মাদরাসার থাকার কক্ষ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়ে এতিমখানার সব আসবাবপত্র পুড়ে গেছে।মাদরাসার আসবাবপত্র এবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ইতোমধ্যে মাদরাসার শিক্ষার্থীদের অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের কিছু জামা কাপড় কিনে দেওয়া হয়েছে।
আরএইচ/