সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।
নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরোজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)। তারা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।
গুরুতর আহত সিএনজিচালক জনিক মিয়া (২৬), যাত্রী আলী আকবর (৩০) ও আমির আলীকে (৩৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ইশবপুর সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত উরস মাহফিল থেকে সিএনজিযোগে পাঁচ যুবক নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) এর সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।
এমএন/