শনিবার, ১৫ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৫ রমজান ১৪৪৬

শিরোনাম :
হেফাজত কারো ‌‌‌‘প্রক্সি' হিসেবে ব্যবহৃত হয়নি : নায়েবে আমির ‘জাতিসংঘ মহাসচিবের সফর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ’ ধর্ষণ ও মাদক প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: যুব জমিয়ত আরাকান আর্মি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, দাবি ফেরত জেলেদের ‘শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন শুরু’ ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের বাংলাদেশে ঈদ কবে? যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ধূমকেতু এক্সপ্রেস শাপলা চত্বর-জুলাই গণহত্যার বিচারসহ ৫ দাবিতে কওমি শিক্ষার্থীদের বিক্ষোভ  ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন

ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, বিকল্প নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুরায়ে নেজামের অধীনে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এ জন্য ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইজতেমা এলাকার কোন কোন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে সে সম্পর্কে কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে নিষেধ করা হয়েছে। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলো গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। 

নাজমুল করিম খান আরও বলেন, ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। কোন অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আশা করছি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ ।

এবার শুরায়ে নেজামের অধীনে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে । প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।  দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ