বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবু সাঈদ। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। আবু সাঈদ অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। তিন থেকে চার মাস হলো তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন।

আবু সাঈদের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২ টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন সাঈদ। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন। তিনি জানান, আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ