বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


রংপুরে তথ্য মেলা, হাসিনার বাণী প্রচারে সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে তথ্য মেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার সংবলিত লিফলেট বা পোস্টার প্রদর্শন করায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্টল সংশ্লিষ্টদের বাকবিতন্ডা হয়েছে। এসময় জড়িতদের অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজিত (সনাক) দুই দিনের তথ্য মেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ব্যাখা চেয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা মৎস্য কর্মকর্তাকে নোটিশ করেছে জেলা প্রশাসন। রবিবার এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। উদ্বোধনের পর মেলায় আগন্তুক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিদর্শনে চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচারের বিষয়টি নজরে আসে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য অফিস, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনার অফিসের স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট বা পোস্টার প্রদর্শন করা হয়। বিতরণ করা লিফলেটগুলোতে লেখা ছিল- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ, বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

পতিত আওয়ামী লীগ সরকারের সময়কার মুজিববর্ষের লোগোও দেখা যায় ওই লিফলেটে। ফ্যাসিবাদের এ ধরনের লিফলেট বিতরণ করার বিষয়টি নিয়ে সেখানে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিবাদ জানিয়ে বলেন, আপনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন। এ নিয়ে সেখানে কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা তীব্র ক্ষোভে ফেটে পড়ে।

মেলায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার জানান, ৫ আগস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো সবখানে বিরাজমান। তারা নতুন করে শেখ হাসিনার তত্ত্বকে প্রতিষ্ঠিতি করতে চায়। হাসিনার ফ্যাসিস্ট কাঠামোগুলো জাগ্রত করতে চাইছে। সরকারি স্টলগুলো থেকে তথ্য মেলার নামে বঙ্গবন্ধুর মুজিববর্ষের ছবিসহ শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট বাণীর লিফলেট বিতরণ করা হয়েছে। এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। তারা কিভাবে এই সাহস পায়। এর মাধ্যমে ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনার দোসররা। অবিলম্বে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে। না হলে আমরা মাঠে আন্দোলন করে তাদের অপসারণ করতে বাধ্য করব।

রংপুর জেলা মৎস্য স্টলে অবস্থান পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, ভুলবশত এসব লিফলেট আনা হয়েছে।

বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা এনামুল হক বলেন, বিষয়টি জানার পর আমরা সরিয়ে ফেলেছি।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, তিনি জানার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্য মেলায় ৩৩টি সরকারি দপ্তর ও দুটি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে।


সম্পর্কিত খবর