মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ৯০০০ ফিট পাইপ ও ০৫টি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ দণ্ড প্রদান করেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগারিয়া এলাকার লুৎফর রহমান (৭০), লুৎফর রহমানের ছেলে গনি মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, এ ধরনের অপরাধের সাথে কেউ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।