বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ।। ৪ পৌষ ১৪৩১ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাদপন্থী আনোয়ার আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করলো বাহুবলের উলামায়ে কেরাম হজের চূড়ান্ত নিবন্ধন ১৫ জানুয়ারি পর্যন্ত ‘সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর অবস্থানগ্রহণ করতে হবে’ ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন: তারেক রহমান বাংলাদেশে আরবি ভাষার জাগরণ মুফতি সাঈদ আহমদকে অপহরণ চেষ্টা, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিবাদ ‘সীমান্তে বিএসএফের জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে’ কওমি শিক্ষার্থীরা পরিশ্রমী-মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন: মুফতি দিলাওয়ার হোসাইন কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ সাদপন্থীদের কার্যক্রম বন্ধ  ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে তৎপরতা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগতে থাকেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করে। আশপাশের লোকজনও জড়ো হয়।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের উদ্ধারে তৎপরতা চলছে।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে পড়ে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে। পরে তিনজন আত্মসমর্পণ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ