নুরুল কবির আরমান, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কতিপয় শিক্ষক কর্তৃক [বাউবি] পরিক্ষার্থী অন্তসত্ত্বা উম্মে আঞ্জুমানারাকে হেনস্ত ও পর্দার বিধানকে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি কওমি মাদরাসা- ওলামা ঐক্য পরিষদ।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কারী ওসমান গনীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ‘র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি বেফাকের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ নোমান,ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম,সিনিয়র সহ সভাপতি মাওলানা আখাতারুজ্জামান ফারুকী,শানে সাহাবা খতীব ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী, পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা কাউছার আজিজ,ঐক্য পরিষদের জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, রামগড়ের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ অভিমূখে বিক্ষোভ মিছিল ও কলেজ গেইটে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা।
পরে মাটিরাঙ্গা জোন কমান্ডারের মাধ্যমে সংগঠনের সভাপতি, সিনিয়র ওলামায়ে কেরাম ও জনপ্রতিনিধিদের নিয়ে অভিযুক্ত অধ্যক্ষ ও ভুক্তভোগী ছাত্রীর উপস্থিতি মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত তথ্য প্রমাণ ও পর্যালোচনার ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চান এবং দ্রুততম সময়ে তাকে মাটিরাঙ্গা কলেজ থেকে অপসারণের আশ্বাস প্রধান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সমাবেশের ৩ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন-
১. পর্দার বিধান অবমাননা করার প্রতিবাদে অধ্যক্ষ নিঃশর্ত ক্ষমা ও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ভুক্তভোগী শিক্ষার্থীকে সুষ্ঠুভাবে পরিক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে।
৩. ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ন্যাক্কারজনক অপরাধ বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এনএ/