নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমানের লেখা হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ ও বিনামূল্যে হৃদরোগ চিকিৎসার ক্যম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আয়োজনে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ডা. শাহ্ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির বিটুসহ অভিজ্ঞ বিশেষজ্ঞরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের সেবা দেন। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সঠিক তত্ত্বাবধানে সহায়তা পুস্তিকা বিতরণ করা হয়। এই পুস্তিকায় হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।
এ ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সাথে ঢাকা থেকে আরো যেসব ডাক্তাররা এসেছিলেন, তারা হলেন- ডা. জহিরুল ইসলাম, ডা. টিপু সুলতান, ডা. জিয়াউর রহমান, ডা. নুজমুল সুমন, ডা. জহুরুল হক, ডা. ফেরদৌস, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. আহসান. ডা. রিপন. ডা. জনি, ডা. সামীউর রহমান, ডা. নাসিম, ডা. মেহরাব হোসেন, ডা. রাজেদ আল হাসান, ডা. রুবেল, ডা. রাজীব এবং বগুড়া থেকে ছিলেন ডা. শাজাহান আলী, ডা. আজফারুল, ডা. ইউনুস, ডা. আনিস, ডা. শাহীন ,ডা. জাহিদ, ডা. সুরাদ, ডা. শরিফ, ডা. তাপস, ডা. হীরা, ডা. রাব্বি।