বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

মাহফিলে যেতে না পেরে হেলিকপ্টারের ৪ লাখ টাকা ফেরত দিলেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামি বক্তা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী

কক্সবাজারের উখিয়ায় একটি মাহফিলে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে যেতে পারেননি ইসলামি বক্তা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে উখিয়ায় যাওয়ার কথা ছিল আব্বাসীর। সকাল থেকে হেলিকপ্টারের পাইলট মতিউর বার বার চেষ্টা করেও ঘন কুয়াশার কারণে টাওয়ার থেকে অনুমতি না মেলায় তাকে নিয়ে বের হতে পারেননি। পরে মাহফিলে যেতে না পারায় আয়োজকদের কাছ থেকে নেওয়া চার লাখ টাকা ফেরত দেন আব্বাসী।

এ বিষয়ে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মাহফিলে যাওয়ার জন্য আমি সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। মাহফিল কমিটির পক্ষ থেকে একজন প্রতিনিধিও আসেন। হঠাৎ হেলিকপ্টারের চালক জানান আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টার চলাচল করতে পারছে না। তারপরও আমি পাইলটকে অনুরোধ জানাই। বারবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। পরে সড়ক পথে যাওয়ার চেষ্টাও করেছি। কিন্তু সড়ক পথে যেথে সময় সংকুলন না হওয়ায় মাহফিল কমিটির পরামর্শক্রমে আজকের মাহফিলটি বাতিল করেছি।

তিনি আরও বলেন, মাহফিলে যেতে না পারার বিষয়টি মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সে বলার অনুরোধ করি। আমি মাহফিলের মাইকে টেলি কনফারেন্সে বলার আগেই হেলিকপ্টার বাবদ অগ্রিম দেওয়া ৩ লাখ টাকা এবং আমাকে নিতে আসা ব্যক্তিদের সঙ্গে থাকা ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেই। তারপর আমি আমার অপারগতা মাহফিলের মাইকে মাহফিলে আগত মানুষদের উদ্দেশ্যে বলেছি।

এ বিষয়ে মেঘনা এভিয়েশনের পাইলট মতিউর হক জানান, হুজুরকে (মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী) নিয়ে বেলা ১১টায় কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে কয়েকবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। যার ফলে আর যাওয়া হয়নি। মাহফিলের আয়োজক আজিজুল হক ওরফে শিশু ফকির বলেন, আজকে আমাদের মাহফিলে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী আসার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি আসতে পারেননি। তিনি অগ্রিম নেওয়া টাকা ফেরত দিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ