আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুরের সীরাত কনফারেন্স ও কওিমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) কৃতি ছাত্র সংবর্ধনা আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লক্ষ্মীপুরের পাবলিক লাইব্রেরী ও টাউন হল মিলনায়তনে দুপুর আড়াইটা থেকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
প্রোগ্রাম সফলে দেশবাসীর কাছে দোয়া চেয়ে দাওয়াত করেছেন সংগঠনটির পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাত ও সাধারণ সম্পাদক মুফতি মিসবাহ নূরী।
এদিকে প্রোগ্রাম উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘দিশারী’ ম্যাগাজিন। ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন কাল কনফারেন্সে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তপক্ষ।
হাআমা/