নুরুল কবির আরমান, চট্টগ্রাম
চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল -জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের ১০২তম বার্ষিক দ্বীনি মাহফিল আগামীকাল।
জানা যায়, আগামীকাল বৃহস্পতি শুরু হয়ে শুক্রবার (১৩ডিসেম্বর) মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি ইকবাল জানান, মাহফিলে দেশবরেণ্য ওলামা- মাশায়েখ ও ইসলামী স্কলাররা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিশাল প্যান্ডেলের কাজ শেষ হয়েছে। দ্বীনি নসিহত শ্রবণে আগত মেহমানদের সুবিধার্থে মাইক লাগানো ,পরিচ্ছন্নতা ইস্তিঞ্জা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ পুরুদমে এগিয়ে চলছে।
এদিকে দেশবাসীর প্রতি মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামিয়ার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এনএ/