বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


দামেস্কের বিজয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দীর্ঘ প্রায় ৫৪ বছর পর সিরিয়ার দামেস্কে স্বৈরশাসনের পতন ঘটেছে।

রবিবার (৮ ডিসেম্বর ২০২৪) রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্ট থেকে চবিয়ান দ্বীনি পরিবারের আয়োজনে দামেস্কে স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের খুশিতে আনন্দ মিছিল বের হয়।

মিছিলে শিক্ষার্থীরা, "দামেস্ক থেকে ফিলিস্তিন, বিজয়ী হবে মুসলিম", "নারায়ে তাকবির, আল্লাহু আকবার", "তেরা মেরা রিশতা কেয়া? লা ইলাহা ইল্লাল্লাহ", "ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি", "পালাইছে রে পালাইছে, বাশার কুকুর পালাইছে।", " ইসলামী ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "জেগেছে রে জেগেছে রে, মুসলিম উম্মাহ জেগেছে" প্রভৃতি স্লোগান প্রদান করেন।

এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "পৃথিবীর প্রতি প্রান্ত থেকে জালিমরা বিতাড়িত হবে। মজলুমরা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের নিপীড়ন থেকে আমাদের ভাইয়েরা মুক্তি পেয়েছে। আমরা তাদের বিজয়ে আনন্দিত। আল্লাহ তাদেরকে বিজয়কে নিরাপত্তার চাদরে ঘিরে রাখুন।"

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, "সিরিয়ার ব্যাপারে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বানী করেছিলেন। আল্লাহ তায়ালার রাসুলের কথা আজ সত্যে পরিণত হচ্ছে। মুসলিমদেরকে জুলুম করে দাবিয়ে রাখা যাবে না, ইনশাআল্লাহ।"

মিছিলটি চবি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহিদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবার জিরো পয়েন্টে আসে। সেখানে মোনাজাত এবং মিষ্টি বিতরণের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মোনাজাতে নিপীড়িত ফিলিস্তিন, সিরিয়া এবং মুসলিম জাহানের কল্যাণের জন্য দোয়া করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ