গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানার গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এই অভিযান চালায়।
স্থানীয়রা জানান, দিঘলকান্দি গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলের আব্দুল মান্নান ও তার স্বজনরা। কারখানার কার্যক্রমের ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং আশপাশের মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে বায়ুদূষণ, ধোঁয়ার প্রভাব, এবং আশেপাশের জমির উর্বরতা কমে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। যে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
অভিযানকালে কারখানার সংশ্লিষ্ট কেউ উপস্থিত ছিল না। ফলে অভিযুক্ত মালিক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে, কারখানার অবৈধ চুল্লিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতি অভিযান চালিয়ে অবৈধভাবর গড়ে ওঠা কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধ করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এনএ/