সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. তমাল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আমান উল্লাহ আমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা।
বক্তৃতা করেন যুবদলের জেলা সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি। যৌথ কর্মীসভায় জেলার ৩ উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি মিলনায়তন ও চত্ত্বর লোকে লোকারণ্য হয়ে যায়।
বক্তারা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান এবং দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এনএ/