সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফেনীর শহীদ শিবলুর পরিবারকে জামায়াতের দুই লাখ টাকার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজধানীর আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেনীর শহীদ আবু বক্কর ছিদ্দিক শিবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ  জামায়াতে ইসলামী।

রোববার বিকালে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার ওছিউদ্দিন ভূঞা বাড়ি যান দলটির জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। সেখানে তিনি শিবলুর শিশু সন্তান ফারহান ছিদ্দিক ও শ্বশুর সাহাবউদ্দিনের হাতে সহায়তা হিসেবে নগদ দুই লাখ টাকা তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দীন, নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম খলিল ও সেক্রেটারি ডা. মাঈন উদ্দিন প্রমুখ।

এর আগে, নেতৃবৃন্দ বাড়ির সামনে শহীদ শিবলুর কবর জেয়ারত করেন।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের নগদ দুই লাখ টাকা প্রদান ও আহতদের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। শিবলুর পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি ঘর নির্মাণ ও তার দুই সন্তানের পাশে থাকার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে রাজধানীর ঢাকার আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হন এলিট পেইন্টের হিসাবরক্ষক শিবলু। চার দিন অজ্ঞান থাকার পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ