সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম
ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) শহরের দারুল ইসলাম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর আমির মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আগষ্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে অপশাসন ও দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ন, তারুন্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হ‌ওয়ার আহবান জানান। তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরন করে এসেছে। কিন্তু আমরা এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। স্বাধীনতার পর আমাদেরকে দুদফা নিষিদ্ধ করা হয়। তারপরও আমরা বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন, নজেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ ও ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন,নসদর উপজেলা জামায়াত নেতা মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ