শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: 

১৬ টি বছর হাজার জুলুম ও ষড়যন্ত্রের মধ্যে মাদরাসার ছাত্ররা ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম ।  

তিনি বলেন, বিগত সরকার মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ সুযোগ দিতো না। ১৬ টি বছর হাজার যুলুম ও ষড়যন্ত্রের মধ্যে মাদরাসার ছাত্ররা ছিল। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। ২৪ এর আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। এ আন্দোলনকে আমরা একটি সুযোগ হিসেবে নিয়েছি। এ আন্দোলনে ব্যর্থ হলে আমাদের এখানে আসা হতো না। বিগত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষকদের তালিকা করেছিল। 

শনিবার (২৩ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি মাদরাসা শিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন, আপনাদের চাকরিটাকে আপনারা একটি এবাদত হিসেবে নিবেন। মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান প্রফেসর ডঃ মোঃ শামছুল আলম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নিযুক্ত হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষা পরিবার থেকে বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়। 

অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ, বি আহমদ উল্লাহ আনসারীর সভাপতিত্বে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যেমে এই অনুষ্ঠান শুরু হয়। 

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ডঃ মোহাম্মদ অলি উল্লাহ। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান। 

এ সময় প্রধান অতিথিকে ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ ফুল দিয়ে বরণ করেন ও তাকে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি আহমাদুল্লাহ আনসারী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

স্বাগত বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এ এইচ এম ওয়ালীউল্লাহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিদার উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মোঃ আল আমিন, ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ