শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

তিনি বলেন, শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কবর রচনা করে গেছেন। দৈব কোন ঘটনা না ঘটলে আগামী ১০০ বছরের মধ্য আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ এ কে এম মকছুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা তরুণ কুমার ভট্টাচার্য্য ও বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ