বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন নকীব পদক সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক: ধর্ম উপদেষ্টা কল্যাণ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক সেমিনার আগামীকাল নান্দাইল পৌরসভার সাবেক মেয়রসহ ৭ আ.লীগ নেতা গ্রেপ্তার নকীব পদক পেলেন ধর্ম উপদেষ্টা ও জহির উদ্দিন বাবর বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়: ধর্ম উপদেষ্টা খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উলামা সম্মেলন অনুষ্ঠিত কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বই লিখলেন মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৫ প্রাণ, হাসপাতালে ১০৩৪

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উলামা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদ বিন মুমতাজ
যশোর প্রতিনিধি

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে ‘বিভাগীয় উলামা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য দেন আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান।

মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ আলোচকের বক্তব্য পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু দাউদ, মুফতি মজিবুর রহমান, মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, যুগ্ন মহাসচিব মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস ,সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক, নড়াইল জেলার সভাপতি মাওলানা আব্দুল হালিম, মাগুরা জেলার সভাপতি মাওলানা মনিরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম।

সম্মেলনে খুলনা বিভাগের প্রায় দশ হাজার আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করে।

এবছর খুলনা বিভাগ থেকে ৮২৫ জন শিক্ষার্থী বেফাক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। খুলনা বিভাগের যে সকল মাদরাসার ছাত্ররা ২০ এর অধিক মেধা তালিকায়  উত্তীর্ণ হয়েছে সেসব মাদরাসাকে সনদ দেয়া হয়। মেধা তালিকার দিক দিয়ে খুলনা বিভাগের ৩টি পুরুষ ও ৩টি মহিলা মাদরাসাকে সনদ দেওয়া হয়। প্রত্যেক জেলার একটি পুরুষ ও একটি মহিলা মাদরাসাকে সনদ দেয়া হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ