শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

হাটহাজারীতে বাসচাপায় মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমদ (৪৫) ওরফে মহেশখালী হুজুর নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার এগারো মাইল এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব ওই এলাকার শাহ অলি উল্লাহ নামে একটি মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন এবং তিনি মহেশখালী উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, রাতে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতাল থেকে তার অসুস্থ এক ভগ্নিপতিকে দেখে নগরীর মুরাদপুর থেকে দ্রুতযান সার্ভিসের একটি বাসযোগে মাদরাসায় ফিরছিলেন তিনি। গন্তব্যে পৌঁছলে অসাবধান হয়ে চলন্ত অবস্থায় বাস থেকে নামার সময় সেই বাসের নিচে পড়ে যান। এতে মুহূর্তে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও আটক হয়নি বাসের চালক বা হেলপার।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে এই দ্রুতযান সার্ভিস আসার পর থেকেই তারা খুব বেপরোয়া গাড়ি চালায়। সড়কের মাঝখানে দাঁড়িয়ে মাঝপথে যাত্রী উঠানামা করে। তাদের সামনে যেকোনো গাড়ি দেখলে অতিরিক্ত হর্ন বাজায়, তাও আবার হাইড্রোলিক হর্ন। এতে সামনে থাকা গাড়ি বিপাকে পড়ে যায়। শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়ে যাত্রী ও পথচারীরা। তাদের এই বেপরোয়া গতির কারণে মহাসড়কে অন্যান্য গাড়িগুলো চলাচল করতে যেমন মুশকিল হয়, তেমন সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়। সড়কের আইন অমান্য করে গাড়ি চালিয়ে তারা সড়কের শৃঙ্খলা নষ্ট করছে প্রতিনিয়ত। তারা চলন্ত অবস্থায়ও যাত্রী ওঠানামা করে।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ