রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ।। ১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদানীনগর ইসলাহী জোড়ে কাকরাইলের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ-এর বয়ান হজের টাকা ফেরতের নামে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা মাসিক নকীব পদক প্রদান-২০২৪ অনুষ্ঠান আগামী বুধবার ঢাবির সূর্যসেন হলে মাওলানা ইলিয়াস গুম্মান যশোর মণিরামপুরে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের পাশে মাওলানা রশীদ বিন ওয়াক্কাস  বিএমএ মিরপুর মডেল থানা কমিটি গঠন; সভাপতি মাঈনুদ্দীন, সেক্রেটারী মোয়াজ্জম বৃহত্তর ঐক্য গড়তে একমত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান চবিতে এক যুগ পর ছাত্রশিবিরের প্রকাশ্যে নবীনবরণ বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আব্দুল্লাহ

কুড়িগ্রামের এরশাদুলের লাশ ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক (২৬) নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ। শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল। এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার স্বজনরা।

পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নালিতাবাড়ী থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করলে পুলিশ বিকেলে নিহত এরশাদুলের ভাই রাকিবের কাছে লাশটি হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে নিহতের ভাইয়ের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ