মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

ফেনীতে রাজনৈতিক বিরোধের জেরে তরুণ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে রাজনৈতিক বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুর রহিম (১৭) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।

স্থানীয় তথ্যে জানা গেছে, সেই এলাকার হাবিব উল্যাহর ছেলে রফিকুল ইসলাম রনির সঙ্গে আব্দুর রহিমের রাজনৈতিক বিরোধ চলছিল। সরকার পতনের পর গত ৬ আগস্ট রাতেও আব্দুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনি তার কয়েকজন সহযোগীকে নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাশেম নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ