জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জসহ সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
আজ ১৫ নভেম্বর (শুক্রবার) বিকাল ২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের দোহাই দিয়ে ২০১৮ সালে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়। পাথর কোয়ারি সংশ্লিষ্ট ১০ লক্ষ শ্রমিক-ব্যবসায়ী পথে বসেছে। মানবেতর জীবনযাপন করছে। এদিকে সিলেটের অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে, পাথর উত্তোলন বন্ধ থাকায় মানুষ বিভিন্ন অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে পড়ছে।
সংগঠনের সদস্য সচিব হাফিজ এহসান উল্লার সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি বলেন, পাথর হচ্ছে তেল-গ্যাস এর মত এদেশের খনিজ সম্পদ। এগুলো ভোগ করতে না পারলে মাটিতে মিশে যাবে। আমাদের পাথর রেখে ভারত থেকে এলসি পাথর এনে মোদীর ব্যবসাবৃদ্ধির কোনো মানে হয় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি সচল করে দিন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।
বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হুসাইন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, জমিয়ত নেতা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা রফিক আহমদ, যুবনেতা আবুল হাসানাত, সুলতান মাহমুদ, সুফিয়ান সাদাত, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল, মাওলানা কাওছার আহমদ, নিজাম উদ্দিন, ইকরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুজ, মারুফ ও আব্দুর রহমান প্রমুখ।
হাআমা/