মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ৫১ তম বার্ষিক সভা ২৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫১ তম বার্ষিক সভা আগামী ২৫ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা খোরশেদ আলম কাসেমী, ফরিদপুরের প্রসিদ্ধ আলেম মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী, মাওলানা মীযানুর রহমান বুখারী, মাওলানা মোস্তফা নূরী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

এ সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ১০ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে।

এদিকে ৫১ তম বার্ষিক সভাকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও সাধারণ সভা সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় মাদ্রাসার কর্মপরিকল্পনা, পড়া-লেখা ও হিসাব-নিকাশসহ বিভিন্ন বিষয়ে মুখ্য আলোচনা করেন, মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।

মাদ্রাসার অডিটর, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক সিকদার, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, শিক্ষানুরাগী হানিফ বিন নজির, মাদ্রাসার অডিটর মাহফুজুর রহমান ছিদ্দিকী, প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সমাজসেবক খালেদ নেওয়াজ আবু, স্থানীয় এমইউপি বুরহান উদ্দিন রব্বানী, সমাজকর্মী মামুনুর রশিদ, প্রাক্তন ছাত্র হাফেজ শহিদুল্লাহ প্রমুখ।

ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মাদ্রাসার সহযোগী, শুভানুধ্যায়ীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বার্ষিক সভাকে সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে এ সভা সমাপ্ত হয়।

মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক ও প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ