শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

কুয়াকাটায় নানা সংকটে ধুঁকছে সরকারি হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল কাইয়ুম আরজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন নগরী সমুদ্রকণ্যা কুয়াকাটায় রয়েছে একটি ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যটক ও উপকূলের মানুষের জরুরি সেবায় হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয়। চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রাদি এবং নার্স সহ রয়েছে চিকিৎসক সংকট। এতে কাঙ্খিত সেবা বঞ্চিত পর্যটক সহ চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দা।

কুয়াকাটা ২০ সয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবলেট হিসেবে ব্যবহার হয়ে আসছে। ২জন ডাক্তার, ৫ জন সিনিয়র স্টাফ নার্স ও ১জন ওয়ার্ড বয় দিয়েই চলছে হাসপাতালটি। উপকূলের বাসিন্দা ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় বেড়াতে যাওয়া পর্যটকদের দ্রুত চিকিৎসার সুবিধার্থে এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলার মহিপুর থানাধীন চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই লক্ষাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দিতে তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় হাসপাতালটি। মূলত গর্ভবর্তী সেবা, স্বাভাবিক প্রসব সেবাসহ বিভিন্ন সেবার কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর কিছুই নেই হাসপাতালে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোনো সেবা দেয়া হচ্ছে না এমটাই হাসপাতাল সূত্র জানায়।

সরেজমিন হাসপাতাল ভবনের বাইরে যত্রতত্র পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। বিভিন্ন ওয়ার্ডের পাশে থাকা পাবলিক টয়লেটগুলোর দরজা ভাঙা ও নোংরা। রোগীদের ব্যবহারের প্রায় অনুপযোগী। চিকিৎসকের সকল পদই শূন্য। হাসপাতালটিতে নেই কোন প্রকার যন্ত্রপাতি। ওয়ার্ড গুলোও করা হয় না নিয়মিত পরিষ্কার। স্বাস্থ্য পরীক্ষারও কোনো ব্যবস্থা নেই। আউটডোরে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন অর্ধশতাধিক রোগীরা চিকিৎসা নেয়।

নেই ওয়ার্ড ও ওষুধের বরাদ্দ। শুধু অবকাঠামো হিসেবেই টিকে আছে জনগুরুত্বপূর্ণ এই হাসপাতালটি। হাসপাতালে চিকিৎসক ও নার্স সঙ্কট ছাড়াও রয়েছে জনবল সঙ্কটও। এছাড়াও রাতে বিদ্যুত চলে গেলে অন্ধকারের মধ্যেই জরুরি চিকিৎসা নিতে হয়। স্বাস্থ্যসেবা খাতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে এর প্রতিফলন নেই বলে জানান স্থানীয়রা।

হাসপাতালের চিকিৎসা দরকার, আমাদের সেবা দিবে কে? এলাকার ফার্মেসি গুলোতেও যে সেবা পাই এর চাইতেও নিম্ন মানের সেবা এখানের। চিকিৎসা নিতে এসে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন স্থানীয় ষাটোর্ধ্ব পিয়ারা বেগম।

হাসপাতাল সূত্রে, গুরুত্বপূর্ণ শূণ্য পদগুলো হলো জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস), আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, মেডিক্যাল টেক: (ল্যাব:), সর্মাসিস্ট, সিনিয়র স্টাফ নার্স, প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম হিসাব মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, ওয়ার্ড বয়, ল্যাব অ্যাটেনড্যান্ট, আয়া, দারোয়ান, এমএলএসএস, ঝাড়ুদার ও কুক।

আরো জানা গেছে, হাসপাতালটিতে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্রসূতিদের অস্ত্রোপচারের জন্য একজন গাইনি সার্জন ও একজন অবেদনবিদ প্রয়োজন। রোগীরা জরুরি প্রয়োজনে হাসপাতালের ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবা না পেয়ে ২২ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পেতে যেতে হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সংকর প্রসাদ অধীকারি  বলেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অতিরিক্ত দায়িত্বে দুজন ডাক্তার আছে। তারা নিয়মিত চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালটির কোড তৈরির জন্য আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়েছি।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ