শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

বরিশালে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল ১০টা থেকে দিনভর এ উচ্ছেদ অভিযান নগরের রূপাতলী থেকে দপদপিয়া ও কালিজিরা পর্যন্ত চলে। তবে কালিজরা বাজারের ব্যবসায়ীদের স্থাপনা সরাতে এক মাস সময় দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল-কুয়াকাটা সড়কের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দপদপিয়া পর্যন্ত সড়কের দুপাশে সড়ক ও জনপদের জমি লিজ নিলেও ক্ষমতার দাপটে বেশ কয়েক বছর ধরে তা নবায়ন করেননি ব্যবসায়ীরা। পাশাপাশি অনেকে অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিল। আর ওই জমি উদ্ধারের জন্য এ উচ্ছেদ অভিযান চালিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম।

তবে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারীদের মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র থাকার কথা জানিয়েছেন। বিশেষ নগরের রূপাতলী এলাকায় সমাজসেবা কার্যালয়ের সামনে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে গড়ে ওঠা মার্কেটের দোকান মালিকরা জানিয়েছেন, তারা বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেতার কাছ থেকে লাখ লাখ টাকা অগ্রিম নিয়ে দোকানগুলো নিয়েছেন। সেই সরকারের সময় সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযান হলেও এগুলো ভাঙা হয়নি। কিন্তু এবারে এগুলোকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করা হয়েছে। তাই জীবিকার একমাত্র ভরসাস্থল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। এখন তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

যদিও নগরবাসী বলছে, বরিশাল-কুয়াকাটা এবং বরিশাল-ঝালকাঠি ও পিরোজপুর যাতায়াতের একমাত্র পথ রূপাতলী। এ এলাকার মহাসড়ক সরু থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় যানজটের। আওয়ামী লীগের আমলে বেশ কয়েকবার মহাসড়কটি দুই থেকে চার লেনে উন্নীত করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে এবার রাস্তা প্রশস্ত হবে বলে আশা তাদের।

উচ্ছেদ অভিযানের সংশ্লিষ্টরা জানিয়েছে, নগরের রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদী পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আমরা আজ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করে। এ সময় বুলডোজার দিয়ে পাকা স্থাপনাসহ ছোট-বড় দুই শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ