শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

চাটমোহরে মহানবীকে কটূক্তিকারী সেই প্রশান্ত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী সেই প্রশান্ত কুমার দে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে। এর আগে সোমবার চাটমোহর থানায় একটি মামলা করেন মুফতি আলামিন হোসাইন নামে একজন।

জানা গেছে, শনিবার প্রশান্ত কুমার দে তার ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। মূহূর্তেই ফেসবুকের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। উত্তেজিত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরপর দুই দিন প্রশান্ত কুমারকে আটক এবং বিচারের দাবিতে উত্তাল ছড়িয়ে পড়ে পুরো হান্ডিয়াল ইউনিয়নে। এরপর রোববার রাতে উত্তেজিত জনতা বল্লভপুর গ্রামে সার্বজনীন মহাদেব মন্দির ও মূর্তি ভাঙচুর করে। পুরো এলাকায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতংক বিরাজ করতে থাকে। পরে ইউএনও, এসিল্যান্ড, থানার ওসি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সোমবার মুফতি আলামিন হোসাইন নামে একজন প্রশান্তকে আসামি করে মামলা করেন।

এদিকে আত্মগোপনে থাকা প্রশান্ত পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে পালানোর সময় পুলিশ প্রযুক্তির সহযোগিতায় পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম এ খবর নিশ্চিত করেন। বলেন, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ