শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় বালু, মাহিন্দ্র ট্রাক্টর, পিকআপ এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার বেশি। জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার চারটি বিজিবি ক্যাম্প এলাকা থেকে মালিকবিহীন মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রবিবার আন্তর্জাতিক সীমানা পিলার ২২০৭/এমপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মোনাইপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭শত  ঘনফুট, বাংলাদেশি মাহিন্দ্র ট্রাক্টর ৩টি এবং পিকআপ ১টি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও একই দিনে উপজেলার চানঁপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিজিবি সদস্যরা আপেল ২০০কেজি, ভারতীয় মদ ৩৪ বোতল, চিনি ৩২৯০ কেজি, কয়লা ৩৪৫৫ কেজি এবং ১টি মোটরসাইকেল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

সীমান্ত এলাকায় বাসিন্দাদের দাবি, সীমান্তের চোরাচালান বন্ধে চিহ্নিত চোরাকারবারি, তাদের মদদদাতা ও সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আর চোরাচালান বন্ধ ও চোরাকারবারিদের দমনের জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ