শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

মাদারীপুরে প্রতিবেশীর কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রবিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন আবুল হোসেন মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ি নির্মাণ কাজ চলছে। রবিবার সন্ধায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সাথে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এসময় স্বপন মোল্লা কিল ঘুষি দিয়ে আশরাফুজ্জামানকে মারধর করেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে এলোপাথারি কিল-ঘুষি মারে। সে আমার স্বামীকে হত্যা করেছে।

এ ব্যাপারে শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ