বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ ।। ২২ কার্তিক ১৪৩১ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন শহীদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা গণভবন জাদুঘরে সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ গোরকঘাটা মাদরাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ সম্পন্ন কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না: প্রেস সচিব ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নবীজির আদর্শ ও ওলামায়ে কেরামের করণীয়’ সম্মেলন অনুষ্ঠিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের গ্রেডভূক্ত করার দাবি ইসলামি বইমেলার সময় বাড়ল ১০ দিন ৫ আগস্ট আর ৭ নভেম্বরের বিপ্লব একই সুতোয় গাঁথা: মাওলানা মূসা বিন ইযহার নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালে ৮০ টাকার বিনিময়ে চিকিৎসা

মাদারীপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর আয়নাল আকন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলের মরদেহ উদ্ধার হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ আয়নাল আকন (৭২) দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কখনোই একা বাড়ির পাশের পালরদী নদীতে গোসল করতে যেতেন না। তবে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি একাই বাড়ি থেকে নদীতে গোসল করতে যান। এ সময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মাদারীপুর হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে সকাল ১১টার দিকে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে। পরে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আকন জানান, পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। আমার দাদাও একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিলেন। আমার বাবা অনেক দিন যাবত অসুস্থ ছিলেন।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর হতে ডুবুরি দল নিয়ে আসি। পরে এক ঘন্টার কম সময়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ