নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন, আওয়ামী লীগ নেতা বাবর আলী, হাকিম ও ইদ্রিস।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন, উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে একটি মামলা করেন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার রাতে উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি মাইক্রোবাসে করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনার পরপর রাতেই প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এনএ/