বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার নামের দুই জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নটার দিকে শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরশামাইল এলাকায় এ ঘটনা ঘটে।  আহত শাহজালাল মোল্লা (৩৫) চরশামাইল এলাকায় আব্দুল হাকিম মোল্লার ছেলে এবং ইসমাইল সরদার (৩৭) একই এলাকার হালিম সরদারের ছেলে।

আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

জানা যায়, শিবচর পৌরসভার চরশামাইল এলাকার শাহজালাল মোল্লার সাথে  দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল একই এলাকার শাহিন মোল্লার সাথে। শাহিন মোল্লা ওই এলাকার আমিন মোল্লার ছেলে।  সোমবার রাতে  ওই এলাকায় ক্যারাম বোর্ড খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার।  এ সময় সেখানে অটো ভ্যান যোগে  উপস্থিত হয় শাহিন মোল্লা সহ চার পাঁচজনের একটি দল। তারা অটো থেকে নেমেই পরিকল্পিতভাবে  শাহজালাল মোল্লার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়।  ছাড়াতে গেলে ইসমাইল সরদারের উরুতেও ছুরি দিয়ে কোপ মারে। দুজনকে এলোপ্যাথালি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি দেখে কর্তব্যরত  চিকিৎসক রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে।

আহত শাহজালাল মোল্লার ছোট ভাই আলামিন মোল্লা বলেন, শাহিন মোল্লা ছাত্রলীগ করতো। আমি বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লার ছবিসহ ব্যানার টাঙিয়েছি। সেই ব্যানার ছিড়ে ফেলার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে। কিন্তু ছিড়তে না পেরে। আজকে ক্যারাম বোর্ড খেলার সময় আমার ভাইকে ছুরি দিয়া কুপিয়ে গুরুতর যখন করে।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, এ বিষয়ে দুই পক্ষই থানায় অভিযোগ করেছে আমরা রাতেই সেনাবাহিনীর সহ যৌথ অভিযান করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ