গাজীপুর( উত্তর) প্রতিনিধি
গাজীপুরে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে এক যুগেও সংস্কার হয়নি প্রায় ১ কি.মি. (৯৫০ মি.) সড়ক। দীর্ঘদিন আগে ইটের সলিং করা সড়কের অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই, মাটির নিচে দেবে গেছে অনেক আগেই। সড়কজুড়ে খানাখন্দে ভরা। ২ নং সিএন্ডবি বাজার থেকে আনসার রোড পর্যন্ত ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এ সড়কটি বেহাল হলেও শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।
স্থানীয় বাসিন্দা আশরাফ সাগর বলেন, প্রায় এক যুগ আগে সড়কটিতে ইটের সলিং করা হয়েছিল। পরে আস্তে আস্তে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং দেবে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে। একমাত্র ভোটের সময় ছাড়া দুর্ভোগ পোহানো মানুষের কোনো খোঁজ-খবর রাখেন না স্থানীয় মেয়র-কাউন্সিলররা।
আব্দুল মালেক মাস্টার স্কুলের দশম শ্রেনির ছাত্র এসএম সীমান্ত জানায়, বর্ষাকালে এ সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়ার সময় খুব দুর্ভোগ পোহাতে হয়।
শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল হাসান জানান, এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসক বরাবর একটি দরখাস্ত দিলে আগামী মিটিংয়ের মাধ্যমে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।