শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ।। ৯ কার্তিক ১৪৩১ ।। ২৩ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
গাইবান্ধায় ব্যবসায়ীকে হত্যা, বিক্ষুপ্ত জনতার সড়ক অবরোধ রাজধানীতে ক্রয়মূল্যে সবজি বিক্রি করছে তাকওয়া ফাউন্ডেশন চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গায় ১৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বায়তুল মোকাররমে প্রথম জুমায় খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক প্রদত্ত বয়ান (সারাংশ) গাজীপুরে ৮ হেক্টর বনের বাঁশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাউন্ড সিস্টেম উন্নত করার আহ্বান মুসল্লিদের মৌলভীবাজারে খেলাফত ছাত্র মজলিসের আনন্দ মিছিল গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে চবিয়ানদের খিচুড়ি পার্টি

সংবিধান সংস্কারে সেকেন্ড রিপাবলিকের খোঁজে শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহফুজ এলাহী,

শুক্রবার (২৫ শে অক্টোবর) সকাল ১০ টায় “সংস্কার সংঘের” উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবিধান সংস্কার যাত্রায় সেকেন্ড রিপাবলিকের খোঁজে” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনটি ড. আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং সা’দ মুসান্নার পরিচালনায় হয়।এতে সংস্কার সংঘের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মো. মাহফুজ এলাহী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “বর্তমানে যে সংবিধান আছে সেটা কি আদৌ একটা সংবিধান; নাকি এটা শেখ হাসিনার গারবেজ? কারণ হলো শেখ হাসিনা এই সংবিধানকে একটা ফ্যাসিবাদী দলীলে রুপান্তরিত করেছে। সুতরাং এই ফ্যাসিবাদী দলীল দিয়ে কোন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারেনা।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. আসমা সিদ্দিকা, সাবেক ডীন, আইন অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; মাহমুদ রেজা চৌধুরী, মার্কিন প্রবাসী সমাজবিজ্ঞানী; ড. এম নজরুল ইসলাম, রাজনীতি বিজ্ঞানী, শাবিপ্রবি; মোতাহার হোসেন, সাবেক সচিব; অধ্যাপক ড. হাসানুজ্জামান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শাহ আব্দুল হালিম, সাবেক ব্যাংকার ও কলামিস্ট।

প্রধান আলোচক ছিলেন ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক ভিসি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. তারেক ফজল, রাজনীতি বিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ড. তারেক ফজল জনগণের মালিকানা প্রয়োগের উপায় কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন করে উল্লেখ করেন যে, প্রজাতন্ত্রের ধারণাটি রাজার অধীন একটি ভাবকে প্রকাশ করে। যার প্রকৃত পরিচয় হওয়া উচিত জনতন্ত্র। এবং সেটি জনগণের শাসনের তন্ত্র নয়, হতে হবে জনগণের গঠনের তন্ত্র। সেই সাথে সংখ্যাগরিষ্ঠ জনগণের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞান ও মানবীয় শ্রেষ্ঠত্ব ও উন্নত মানবীয় গুণাবলির বিকাশের মূলনীতি গ্রহণ করতে হবে।

ড. এম নজরুল ইসলাম বলেন বাঙালী জাতীয়তাবাদের সাথে ইসলামের কোন দ্বন্দ্ব নেই। এমনকি ৪৭ থেকে ৭১ পর্যন্ত কোন দলই এধরণের বক্তব্য উপস্থাপন করেনি। এটি পরবর্তীতে চাপিয়ে দেয়া একটি বয়ান। এছারা আলোচকবৃন্দ নতুন আলোকে নতুন একটি সংবিধান প্রনয়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

এমএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ